সালমান-সামিরার দাম্পত্যে ফাটল: তৃতীয় পক্ষের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৫
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ'র মৃত্যুর ২৯ বছর পর আবার সামনে এসেছে তৃতীয় পক্ষের ভূমিকা। সালমান ও সামিরার দাম্পত্য জীবনে অবিশ্বাস ও সন্দেহের বীজ বুনেছিল এই তৃতীয় পক্ষ।
তদন্ত সংশ্লিষ্টরা এখন সেই তৃতীয় পক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ হাত খতিয়ে দেখছেন। একাধিক সূত্র অনুযায়ী, এই তালিকায় ছিলেন চিত্রনায়িকা শাবনূর, খল অভিনেতা আশরাফুল হক ডন এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। শাবনূর-সালমানের বিয়ের গুজব, ঘনিষ্ঠ মেলামেশার তথ্য সামিরার কানে পৌঁছে তাঁদের সম্পর্কে ফাটল ধরায়।
অস্ট্রেলিয়ায় থাকা শাবনূর ফেসবুক বিবৃতিতে বলেছেন, অসৎ উদ্দেশ্যে তাঁর নাম জড়ানো হচ্ছে এবং এটি মানসিকভাবে তাঁকে আঘাত করেছে। তিনি সালমান শাহ'র মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
অন্যদিকে, মামলার আরেক আসামি ডন দ্রুত পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। কিন্তু আত্মগোপনে থাকা সাবেক স্ত্রী সামিরা হক এবং ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রমনা থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সালমান শাহ'র মৃত্যু রহস্য বের করতে তদন্ত চলছে। প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।