দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪১ রোগী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৮
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার একচল্লিশ (১,০৪১) জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ তথ্য মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি জোরদার করা হয়েছে।
প্রতিরোধমূলক পরামর্শ:
-
বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না।
-
মশা নিধন কার্যক্রমে অংশ নিন।
-
শরীরের উচ্চ জ্বর, পেট ব্যথা বা রক্তপাত হলে অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করুন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।