মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

জাকির নায়েকের ঢাকায় আসার ঘোষণা, জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:১১

সংগৃহীত

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন বলে জানিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। তবে তার এই সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“জাকির নায়েককে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমি জানি না। এ বিষয়ে আগে কিছু শুনিনি, প্রথমবার আপনাদের কাছ থেকেই শুনলাম।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন এবং দেশের বিভিন্ন জেলায় ইসলামী কর্মসূচিতে অংশ নেবেন।

তবে এখন পর্যন্ত সরকারি কোনো সংস্থা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top