ঘূর্ণিঝড় ‘মোন্থা’: দেশজুড়ে টানা পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:২১
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’-র প্রভাবে সারা দেশে টানা পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পাঁচ দিন কোথাও বজ্রসহ বৃষ্টি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে।
দক্ষিণপশ্চিম ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উপকূলবাসীকে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে অনুরোধ করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।