মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ইতিহাসে দায়ভার আছে এমন দলের সাথে জোট নয় – নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, সংস্কারের বিপক্ষে দাঁড়ানো বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের জোট হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চায়।

জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে তিনি জানান, সনদের আদেশ বাস্তবায়নে গণভোটের জন্য তাঁরা অপেক্ষা করছেন। গণভোটের মাধ্যমেই ড. মুহাম্মদ ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকলে তাঁরা সনদে স্বাক্ষর করবেন না।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ড. ইউনূসের নেতৃত্বে এবং আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। এছাড়া, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top