মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ চূড়ান্ত: গণভোট ও সংস্কার পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:০২

সংগৃহীত

অবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হলো ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত’ সুপারিশ। সুপারিশের সাথে দেওয়া হয়েছে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর একটি খসড়া।

এই খসড়া আদেশে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ ঘটেছে। তাই সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার প্রস্তাবগুলো গণভোটে উপস্থাপন করা হবে।

গণভোটে ইতিবাচক ফল আসলে, পরবর্তী সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠিত হবে। এই পরিষদ ২৭০ দিনের মধ্যে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।

সংস্কার সম্পন্ন হওয়ার পর ৪৫ দিনের মধ্যে উচ্চকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে একটি উচ্চকক্ষ গঠনের বিধান রাখা হয়েছে। এই আদেশ অবিলম্বে গেজেটে প্রকাশের কথা বলা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top