স্বর্ণের দামে বিশাল পতন! ভরিতে কমলো ১০,৪০০-এরও বেশি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:০৯
একলাফে সাড়ে ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম! হ্যাঁ, ঠিকই শুনেছেন।মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের এই বড় দরপতন।বাংলাদেশ জুয়েলার্স সমিতি, অর্থাৎ বাজুস, গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
মূলত আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের দামে বড় পতনের কারণেই এই সমন্বয়।কী হলো নতুন দাম? আজ, অর্থাৎ বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হচ্ছে এই মূল্য। নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।
হিসাব বলছে, প্রতি ভরিতে দাম কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা! এটি টানা দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে একটি বড় ধরনের সমন্বয়।কেন এই পতন? কারণগুলো হলো—আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমা, দেশীয় চাহিদা কমে আসা এবং পরিবর্তিত বিনিয়োগের ধারা।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের ফলে স্বর্ণের ক্রেতাদের মুখে ফুটলো হাসি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।