কমিশনের সুপারিশ জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৫
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে জনগণের সঙ্গে 'প্রতারণা' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কমিশনের সুপারিশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ফখরুল বলেন, কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। প্রতিশ্রুতি ছিল সেগুলো লিপিবদ্ধ করার, কিন্তু তা হয়নি।তিনি প্রশ্ন তোলেন, "নোট অব ডিসেন্ট যদি উপেক্ষিতই হয়, তাহলে এই ঐকমত্য কমিশন কেন করা হয়েছিল? এটা ঐক্য হতে পারে না।
বিএনপির মহাসচিবের মতে, এত বড় অভ্যুত্থান ও ত্যাগের বিনিময়েও জাতির কল্যাণে তা কাজে লাগানো যাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে, এখন শুধু বিভক্তি বাড়ছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে ফখরুল বলেন, তিনি কিন্তু জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যেন গ্রহণযোগ্য নির্বাচন দেন, না হলে সম্পূর্ণ দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।তিনি মনে করেন, একমাত্র গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সব সংকটের সমাধান সম্ভব। নির্বাচন যত দেরি হবে, ফ্যাসিবাদী শক্তি তত শক্তিশালী হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।