বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

জুলাই সনদ স্বাক্ষরের আগে এনসিপির কড়া শর্ত: বাদ দিন ভিন্নমত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:০৬

সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষরের আগে এবার কড়া শর্ত জানাল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, শর্ত পূরণ না হলে তারা সনদে সই করবেন না।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।এনসিপির প্রধান শর্ত হলো: সনদ বাস্তবায়ন আদেশে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমত বলে কিছু রাখা যাবে না এবং সংবিধান সংস্কারের সুপারিশগুলো গণভোটে যেতে হবে।

তিনি আরও বলেন, গণভোটে অনুমোদিত বিষয়গুলো ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। সরকার এসব নিশ্চিত করলেই কেবল এনসিপি স্বাক্ষর করবে।জোট প্রসঙ্গে তিনি জানান, ইতিহাসে দায়ভার রয়েছে বা সংস্কারের বিপক্ষে থাকা দলের সঙ্গে এনসিপির কোনো জোট হবে না। এছাড়া, শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন হবে ড. ইউনূসের নেতৃত্বে। 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top