বিপজ্জনক মানবাধিকার পরিস্থিতি! ১৪ মাসে ৪০ বিচারবহির্ভূত হত্যা, ১৫৩ গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:৪০

সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো মানবাধিকার সংগঠন অধিকার। অধিকারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ৯ আগস্ট থেকে এই বছর সেপ্টেম্বর পর্যন্ত ১৪ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪০ জন। এদের মধ্যে ১৯ জন গুলিতে নিহত হয়েছেন।

এই সময়ে মব সৃষ্টির মাধ্যমে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। একইসঙ্গে, রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন আরও ২৮১ জন, যেখানে সহিংসতা ঘটেছে প্রায় আট হাজার। অধিকার বলছে, হেফাজতে নির্যাতন ও মৃত্যু অব্যাহত রয়েছে, এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩-এর বাস্তবায়ন হচ্ছে না। জাতীয় মানবাধিকার কমিশনের কাজও বর্তমান আইনে সীমিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ১৪ মাসে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে ২৪২টি। কারাগারে মারা গেছেন ৮৮ জন বন্দি। এছাড়া বিএসএফ-এর হাতে সীমান্তে নিহত হয়েছেন ৩৫ জন বাংলাদেশি।এই পরিসংখ্যান দেশের মানবাধিকার পরিস্থিতিকে কতটা উদ্বেগজনক করে তুলেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top