বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

লকডাউন! শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে সেনা-বিজিবি মোতায়েন!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৯

সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ এক গুরুত্বপূর্ণ মামলার রায়ের তারিখ ঘোষণা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির এই রায় ঘোষণাকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকা এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাবাহিনী, বিজিবি, ও ডিএমপির প্রায় ১৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আজ 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘোষণা করায় এই বাড়তি সতর্কতা। বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোয় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া রাতভর চলেছে হোটেল ও মেসে বিশেষ অভিযান।

ট্রাইব্যুনালের রায়ের ঘোষণার দিনে ঢাকার সড়ক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যানবাহনের সংখ্যা কম। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কড়া চেকপোস্ট বসানো হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'মুখী সড়ক বন্ধ রেখে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে শাহবাগের দিকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায়ের তারিখ ঘোষণা করবে। এই রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই কড়া টহল ও প্রস্তুতি জারি থাকবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top