অটোরিকশা নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ২৩:৫৩
সড়ক দুর্ঘটনা রোধে ইজিবাইক, থ্রি-হুইলার শ্রেণির অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার এগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ লক্ষ্যে সড়ক পরিবহন বিভাগে গঠিত কমিটির প্রস্তাবিত সুপারিশমালা যাচাই-বাছাই করে কর্মকৌশল নির্ধারণে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএর প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভায় সভাপতির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
নিরাপদ সড়ক নিশ্চিতে আইনগত কাঠামো আরো যুগোপযোগী ও যৌক্তিক করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত নেয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বল্প সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনগত ভিত মজবুত করা হবে।
প্রথমবারের মতো দেশের মহাসড়কে রোড সেফটি অডিট চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: অটোরিকশা রেজিস্ট্রেশন সেতুমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।