খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স আসছে; বিদেশযাত্রা তবুও অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকায় নামার অনুমতি পেয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এই তথ্য নিশ্চিত করেন।
জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এই বিমানটি আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রয়োজন হলে একই দিন রাত ৯টার পর লন্ডনের উদ্দেশে উড়াল দিতে পারবে।
তবে খালেদা জিয়ার লন্ডন যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। তিনি দুই সপ্তাহের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় চিকিৎসকেরা তার বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় আরও দুদিন পিছিয়েছেন। এখন সম্পূর্ণ সিদ্ধান্ত নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর।
মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুস-সংক্রান্ত জটিলতাগুলো স্থিতিশীল নয়। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।
শারীরিক অবস্থার এই অনিশ্চয়তার কারণে বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখ বারবার বদলাচ্ছে। আপাতত আগামীকাল বিমান এলেও, যাত্রার জন্য সবুজ সংকেতের অপেক্ষায় আছে বিএনপি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।