মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: পোশাক বদল করে গৃহকর্মী পলায়ন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে সোমবার (৮ ডিসেম্বর) লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ (১৫)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের ধারণা, এ ঘটনায় জড়িত চার দিন আগে কাজে আসা গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন এই গৃহকর্মী পোশাক পরিবর্তন করে বাসা থেকে বের হন।
ফুটেজ অনুযায়ী, সোমবার সকাল ৭টা ৫২ মিনিটে তিনি কালো বোরকা পরে বাসায় প্রবেশ করেন। কিন্তু মাত্র দেড় ঘণ্টা পর, সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হন।
নিহত লায়লার স্বামী আজিজুল বেলা ১১টার পর বাসায় ঢুকে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। বাসার মেঝে ও দেয়ালে ছিল রক্তের ছাপ। নিহত নাফিজা নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তার শেষ বার্ষিক পরীক্ষা ছিল আজ। স্বজনরা দ্রুত জড়িতকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নাফিজাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।