বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না; বিএনপি সমাধানের পথে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০

সংগৃহীত

আজ ১০ ডিসেম্বর, মানবাধিকার দিবস। এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন।

তারেক রহমান মন্তব্য করেছেন যে, গত ১৬ বছর ধরে বাংলাদেশ যেন একটি 'কালো মেঘের' নিচে চাপা ছিল। এই সময়ে ভয়, মিথ্যা মামলা, গুম, এবং রাতের বেলা দরজায় কড়া নাড়ার মতো ঘটনা ছিল নিত্যদিনের বাস্তবতা। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যা, গুম, এবং হেফাজতে মৃত্যুর শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও তাদের ঘরেই বেশি রক্ত ঝরেছে।

তারেক রহমান তার মা, খালেদা জিয়াকে 'ধৈর্য ও প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মিথ্যা মামলা আর কারাবাস ছিল কর্তৃত্ববাদী শাসনের প্রতিফলন। কিন্তু খালেদা জিয়া গণতান্ত্রিক আদর্শ থেকে সরে যাননি।

বিএনপি প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমাধানের পথে চলতে চায়। তিনি প্রতিশ্রুতি দেন— কোনো বাংলাদেশিকেই রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না—সে সরকারের সমর্থক হোক বা বিরোধী।

তারেক রহমান আবরার ফাহাদ, মুশতাক আহমেদ, ইলিয়াস আলীর মতো অসংখ্য নিপীড়নের শিকার মানুষের কথা স্মরণ করেন। তার বার্তা স্পষ্ট— মানবাধিকার দিবসে যেন ভবিষ্যতে আর কখনও এমন নিষ্ঠুরতা ও দায়মুক্তির সংস্কৃতি ফিরে না আসে। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মানুষের অধিকার, কণ্ঠ ও জীবন মূল্যবান; যেখানে মানবাধিকারই হবে ভবিষ্যতের ভিত্তি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top