বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

আগমীকাল তফসিল ঘোষণা করবে ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে সিইসি আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।

এদিকে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে সামনে রেখে নানা আলোচনা-সমালোচনা ও প্রস্তুতি জোরদার হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক পরিবেশ আরও তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top