বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭

সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মুঠোফোন ব্যবসায়ীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে তারা এ বিক্ষোভ শুরু করেন।

হঠাৎ সড়ক অবরোধের ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীরা সড়কে কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সেখানে কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী বলেন, “মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top