বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

যমুনা ফিউচার পার্কের সড়ক অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ২০:৫১

সংগৃহীত

অবৈধ মোবাইল ফোন বন্ধের দাবিতে ব্যবসায়ীরা  যমুনা ফিউচার পার্কের সামনের প্রধান সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ কর্মজীবী মানুষদের ভোগান্তি দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ভ্যাট আরোপের কারণে সাধারণ মানুষ যেসব মোবাইল ফোন ১০ হাজার টাকায় কিনতে পারতেন, তা এখন ১৬ হাজার টাকায় কিনতে হবে। তারা মনে করছেন, এতে সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষতি হবে।

অবরোধকারী ব্যবসায়ীরা আরও বলেছেন, যারা অবৈধ ফোন বন্ধের নিয়ম জারি করেছে, তাদের পদত্যাগ করা উচিত। এদিকে, সড়ক অবরোধের কারণে স্থানীয় পরিবহন ও চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

পুলিশ ও সড়ক কর্তৃপক্ষ অবরোধ দূর করতে প্রয়াস চালাচ্ছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top