জীবিত আছে কি স্বাধীন? গভীর গর্তে ২২ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯
রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের জন্য খনন করা গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে নিয়ে চলছে চরম উৎকণ্ঠা। বুধবার দুপুর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান প্রায় ২২ ঘণ্টা পার হলেও বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাতভর চেষ্টা চালিয়েও স্বাধীনের অবস্থান চিহ্নিত করতে পারেনি। সর্বশেষ উদ্ধারকারীরা জানিয়েছেন, শিশুটির অবস্থান শনাক্ত করতে গর্তে বিশেষ ক্যামেরা ফেলা হয়েছিল। কিন্তু ৩৫ ফুট গভীরে গিয়ে ক্যামেরাটি আটকে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, শিশুটি হয়তো ৪০ ফুট গভীরে রয়েছে। তবে ২২ ঘণ্টা পরও তার নড়াচড়ার কোনো আলামত পাওয়া যায়নি।
শিশুটির মা রুনা খাতুন রুদ্ধ কণ্ঠে জানান, তিনি সামনে হাঁটছিলেন, আর স্বাধীন ছিল পেছনে। হঠাৎই গর্ত থেকে তিনি তার সন্তানের 'মা-মা' ডাক শুনতে পান। এদিকে গর্তে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে শিশুটি বেঁচে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম।
প্রথমদিকে ক্যামেরা ব্যর্থ হওয়ার পর বিকেল থেকে গর্তের পাশ দিয়ে স্কেভেটর দিয়ে খনন কাজ শুরু করা হয়। রাত ১টা পর্যন্ত প্রায় ২৫ ফুট মাটি খনন করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর আগে ১২০ থেকে ১৩০ ফুট গভীরে পানির স্তর না মেলায় কৃষকরা এই গর্তটি অসম্পূর্ণ রেখেছিলেন। বোরিং মালিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এই গভীর গর্তের মুখ খোলা ফেলে রাখায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানিয়েছেন, ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা আশাবাদী যে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। তবে ২২ ঘণ্টা ধরে চলা এই উদ্ধার অভিযান দেখতে স্থানীয় এলাকাবাসী নির্ঘুম রাত কাটিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।