হাদি কি ফিরবেন মালালার মতো? ফেরার অপেক্ষায় দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪
রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় মাথায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই ভয়াবহ হামলা সবাইকে মনে করিয়ে দিচ্ছে ১৩ বছর আগের এক মর্মান্তিক ঘটনাকে।
২০১২ সালের ৯ অক্টোবর, পাকিস্তানের সোয়াত উপত্যকায় একইভাবে মাথায় গুলি করা হয়েছিল নারী শিক্ষা কর্মী মালালা ইউসুফজাইকে। চিকিৎসকরা বলেছিলেন, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ছিল শূন্য।
বুলেটে মালালার খুলি ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত অস্ত্রোপচার আর যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালের উন্নত চিকিৎসা তাঁকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনে। সেই অদম্য মানসিক শক্তিই তাঁকে বানিয়েছিল সর্বকনিষ্ঠ নোবেলজয়ী।
বর্তমানে শরীফ ওসমান হাদিও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মালালার মতো হাদির জন্যও প্রয়োজন দ্রুত উন্নত চিকিৎসা আর বিশেষায়িত নিউরো কেয়ার। কারণ প্রতিটি জীবনই মূল্যবান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।