পিলখানার শহীদদের শ্রদ্ধা জানালেন তারেক রহমান
ভাইয়ের কবরে তারেক রহমান: বনানীতে আবেগঘন মুহূর্ত!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২
ভাবুন তো সেই বড় ভাইয়ের কথা, যিনি পরবাসে বসে শুনেছিলেন আদরের ছোট ভাইয়ের মৃত্যুর খবর। শেষবার দেখা তো দূরের কথা, জানাজাতেও অংশ নিতে পারেননি। দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরে সেই বড় ভাই যখন কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, তখন চারপাশ যেন এক নিস্তব্ধতায় ডুবে গেল। বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা, যিনি আজ বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরের পাশে থমকে দাঁড়িয়েছিলেন।
শনিবার দুপুর ২টা। বনানী কবরস্থানে পৌঁছে তারেক রহমান প্রথমেই যান ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবরের পাশে। ২০১৫ সালে মালয়েশিয়ায় মারা যাওয়া কোকোকে শেষ দেখার সুযোগ হয়নি তার। আজ নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করে মোনাজাত করেন তিনি। এরপর যান শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবরের পাশে। সেখানেও তিনি দোয়ার মাধ্যমে শ্রদ্ধা জানান।
তবে জিয়ারতের এই সফর শুধু পারিবারিক গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তারেক রহমান এরপর যান সামরিক কবরস্থানে, যেখানে শুয়ে আছেন ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। বীর সেনাদের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনায় হাত তোলেন মোনাজাতে। ভাইয়ের প্রতি ভালোবাসা আর দেশের বীরদের প্রতি সম্মান—তারেক রহমানের আজকের এই দিনটি ছিল শুধুই স্মৃতির পাতায় ফিরে যাওয়ার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।