বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যা নেওয়া যাবে না
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করা হবে। সে কারণে দাফনের সময় সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না। জানাজা শেষে আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনবার প্রধানমন্ত্রী ও দুবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।
গত ৪০ দিন ধরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার তার জানাজার দিন এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশের রাজনৈতিক অঙ্গনে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।