মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪

সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে এবার গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। আজ আন্তর্জাতিক এই সংস্থাগুলো শোকাতুর বাংলাদেশের প্রতি তাদের সংহতি জানিয়েছে।

জাতিসংঘের বাংলাদেশ অফিস থেকে দেওয়া এক বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে তারা বেগম জিয়ার পরিবার, তাঁর প্রিয়জন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

একই সাথে ইউরোপীয় ইউনিয়নও এক বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি তাদের সহমর্মিতা জানিয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রভাবশালী এই নেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নিউমোনিয়া, কিডনি ও লিভারের জটিলতার সাথে লড়াই করে আজ ভোর ৬টায় না ফেরার দেশে চলে গেলেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top