পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়: জানুন জানাজা ও দাফনের সময়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১
পুরো দেশ এখন শোকে স্তব্ধ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। তিনি চিরনিদ্রায় শায়িত হবেন তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল বুধবার জোহরের নামাজের পর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম জিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানাজা শেষে দুপুর সাড়ে তিনটায় চন্দ্রিমা উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে। জানাজায় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করেছে সরকার। উল্লেখ্য, জানাজার সময় নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণের প্রবেশে কিছু বিধিনিষেধ থাকতে পারে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হচ্ছে এবং কাল সারাদেশে থাকবে সাধারণ ছুটি। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস নিজেও বেগম জিয়ার সাথে তাঁর শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেছেন, জাতি আজ এক মহান অভিভাবককে হারিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।