নকশা বদলাবে না, জিয়ার কবরের পাশেই শায়িত হবেন খালেদা জিয়া
যেমন হবে খালেদা জিয়ার কবর: নকশা নিয়ে বড় তথ্য দিলেন স্থপতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ ঠিকানা নির্ধারিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশেই তাকে সমাহিত করা হবে।
গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, শহীদ জিয়ার মাজারের মূল নকশা অপরিবর্তিত রেখেই বেগম জিয়ার কবর খনন ও বাঁধাই করা হচ্ছে। ২০০২ সালে যারা মাজারটি সংস্কার করেছিলেন, সেই ‘বসত আর্কিটেক্ট’ সংস্থাই এই কাজটি সম্পন্ন করছে।
কেমন হবে কবর? প্রধান স্থপতি জানিয়েছেন, শহীদ জিয়ার কবরের মতো এখানেও সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং ওপরে থাকবে সবুজ ঘাস। স্বামী-স্ত্রী দুজনের কবরের নকশা ও অবয়ব একই রাখা হচ্ছে।
আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন এই আপোষহীন নেত্রী। পরিবারের অনুরোধেই জিয়ার কবরের পাশে এই জায়গা নির্ধারণ করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।