খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা
জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৬:৫৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও তাঁদের মধ্যে একজন। তার সফর ছিল সংক্ষিপ্ত, তবে তিনি পুরো আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে চলে গেছেন। এটি একটি সৌজন্যপূর্ণ উদ্যোগ মাত্র। এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ খোঁজার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার কোনো কারণ নেই। এটি ছিল একটি মানবিক ও কূটনৈতিক সৌজন্য প্রকাশ।
দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত কোনো বৈঠক হয়নি। সে ধরনের সুযোগও তৈরি হয়নি। অনুষ্ঠানে অন্যান্য দেশের অতিথিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রতিনিধিসহ সবার সঙ্গেই জয়শঙ্কর সৌজন্য বিনিময় করেছেন, যা কূটনৈতিক রীতির অংশ।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জয়শঙ্করের সঙ্গে যে সামান্য কথাবার্তা হয়েছে, তাতে কোনো রাজনৈতিক আলোচনা ছিল না। সব কথোপকথনই ছিল সৌজন্যমূলক এবং সবার উপস্থিতিতে। ফলে দ্বিপাক্ষিক কোনো ইস্যু নিয়ে আলোচনার সুযোগ হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।