‘বর্ষপণ্য’ ঘোষণা করে ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:১২
ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন করা হয়েছে। মেলা চলতি বছরের ‘বর্ষপণ্য’ হিসেবে পেপার ও প্যাকেজিং খাতকে ঘোষণা করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মেলার উদ্বোধন দুইদিন পিছিয়ে হলেও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার উদ্বোধন করেন। মূলত মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের।
উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, “দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের জন্য সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিবছর একটি পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করে রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কার্যক্রমকে উৎসাহিত করা হয়। ২০২৬ সালে পেপার ও প্যাকেজিং প্রোডাক্টকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হলো।”
তিনি আরও বলেন, “ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পণ্যের উৎপাদককে ভোক্তা, উদ্যোক্তাকে বিনিয়োগকারী এবং বাংলাদেশকে বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয়, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয় এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে সহায়তা করে।”
এবারের মেলায় পানি ছাড়া একবার ব্যবহার্য সব ধরনের প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে যারা মেলায় অংশ নিলেও নিজেদের ব্যবহারে পলিথিন বা প্লাস্টিক ব্যবহার করবে, তারা সেরা প্যাভিলিয়ন বা স্টল পুরস্কার পাবে না।
মেলায় বায়ান্নর ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ স্কয়ারে স্থিরচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া সম্ভাবনাময় খাত বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজন করা হবে। মেলা আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।