শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

ঢাকাকে আবার বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে কাজ করছে সরকার: ফাওজুল কবির খান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:১৭

সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রাজধানী ঢাকাকে নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে ফিরিয়ে আনার জন্য সবাইকে এক টেবিলে নিয়ে কাজ করতে হবে। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরে নিরাপদ ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

ফাওজুল কবির খান জানান, এই প্রকল্পের আওতায় আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি চালিত ই-রিকশা, চালকদের উন্নত প্রশিক্ষণ এবং নির্দিষ্ট এলাকায় চলাচল নিশ্চিত করতে জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হবে। তিনি বলেন, পুরনো সমাধান দিয়ে নতুন সংকট সামলানো যাবে না, তাই নতুন চিন্তা ও প্রযুক্তি ব্যবহার করে ঢাকাকে আবার বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।

উপদেষ্টা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “একদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এক ই-রিকশা আমার গাড়ি ঘেঁষে চলে যায়। তখন বুঝেছি, সড়ক নিরাপত্তা শুধু আইন দিয়ে নয়, ডিজাইন ও প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করতে হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top