রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালেন আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৫:২৯

সংগৃহীত

দেশের উত্তর-পূর্ব ও বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা বিরাজ করছে এবং শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি নিজের ভেরিফায়েড আইডিতে শনিবার (৩ জানুয়ারি) পোস্টে জানান, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম উপগ্রহের চিত্র বিশ্লেষণে দেশের উত্তর-পূর্ব জেলার বেশির ভাগ এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা (গাজীপুর, কিশোরগঞ্জ), চট্টগ্রাম (ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা) ও সিলেট বিভাগের কিছু জেলায় হালকা মানের কুয়াশা লক্ষ্য করা গেছে।

শনিবার রাতে খুলনা ছাড়া দেশের অন্য ৭টি বিভাগের জেলায় হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যার পর ময়মনসিংহ বিভাগের সব জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয়, নদনদীর ওপরে চলাচলকারী নৌযানগুলোর জন্য বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদীর ওপর ঘন কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে।

আগামী রোববার (৪ জানুয়ারি) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top