কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৩:৪৯
কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিট থেকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস ছোড়ে। এতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। অতিরিক্ত পুলিশ, সেনা ও র্যাব সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।