মারা গেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১৬:৫১

 খোন্দকার ইব্রাহিম খালেদ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেনে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইব্রাহিম খালেদ মুমূর্ষু অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন। এরপর তার অবস্থা কিছুটা ভালোর দিকে ছিল। তবে শুক্রবার স্ট্রোক করার পর তার শারীরিক অবস্থা অবনতির দিকে চলে যায়।

এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। করোনাভাইরাস শনাক্তের পর তাকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপরই আজ ভোরে তিনি মারা যান।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top