২৯ মার্চ পবিত্র শবে বরাত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০৭:২৩
দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
পবিত্র রমজানের আগের মাস শাবান। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি উপমহাদেশে ‘শবে বরাত’ বা ভাগ্য রজনী হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। কোরআন-হাদিসে এই রাতের বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ আছে। এজন্য রাতটি মুসলিমরা ইবাদত-বন্দেগিতে কাটান। পরদিন সরকারি ছুটি থাকে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ২৯ মার্চ পবিত্র শবে বরাত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।