লকডাউনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ২৩:৩৬
মহামারি করোনার সংক্রমণ বাড়লেও দেশে লকডাউনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি, তবে জনগমাগম এড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার, দুপুরে রাজধানীর কৃষবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম যথাযথভাবে পালন করছে না। এ কারণে করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে না থাকে তাহলে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে থাকবে না। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা নিতে আবারও আহ্বান জানান মন্ত্রী।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: লকডাউন স্বাস্থ্যমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।