সরকারের ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশ: বিএনপি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ১৫:২৮
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক সেনা সমাবেশের জন্য সরকারকে দায়ি করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পরারাষ্ট্রনীতিতে বর্তমান সরকারের ব্যর্থতার সুযোগ নিচ্ছে মিয়ানমার।
বিএনপি চেয়াপর্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের দুই বন্ধু রাষ্ট্র ভারত ও চীনের সমর্থন আদায়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। শুধু তাই নয়, বাংলাদেশে বিনিযোগের অন্যতম অংশীদার রাশিয়াকেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
মিয়ানমারের মানবাধিকার লংঘনের বিরুদ্ধে ২০১৯ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা নিন্দা প্রস্তাব পাস হলেও, তার ধারাবাহিকতায় মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার। যা বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার চরম ব্যর্থতা ফুটে উঠেছে। শুধু তাই নয়, বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার জাপান, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আসিয়ানভুক্ত দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায় করতে পারেনি সরকার। সরকারের এ ব্যর্থতার সুযোগকে পুরোপুরি কাজে লাগাচ্ছে মিয়ানমার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, সরকারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে দেশের বাইরে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার বিষয়টি নির্ধারণ করা যাবে।
বাংলাদেশ সীমান্তে কা নিউন ছুয়াং, মিন গা লারগি এবং গার খু এলাকায় মিয়ানমার বাহিনীর সেনাসমাবেশের তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের তাগিদও দেন বিএনপি মহাসচিব।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।