আলোচিত তাকসিমকে ষষ্ঠ দফায় ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ১৭:৪৪

 নিজস্ব প্রতিবেদক:

ষষ্ঠবারের মতো আগামী  তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে নিয়োগ দিয়েছে সরকার।

তাকসিম এ খানকে আরও তিন বছর ঢাকা ওয়াসায় রাখার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

একই দিন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে পদে এ কে এম ফজলুল্লাহকেও তিন বছরের জন্য পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

তিনিও তাকসিমের মতো নয় বছর ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদে রয়েছেন। ফয়জুল্লার বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

সম্প্রতি ঢাকা ওয়াসা বোর্ডের ১০ সদস্যের উপস্থিতিতে ভার্চুয়াল সভায় তাকসিমকে ব্যবস্থাপনা পরিচালক রাখার প্রস্তাব করে তা লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এ নিয়ে সমালোচনার পাশাপাশি তাকসিমকে পুনঃনিয়োগের প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ হাই কোর্টে রিট আবেদন করেছেন।

২০০৯ সালে তাকসিমকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর পাঁচ দফা তার মেয়াদ বাড়ানো হয়। পঞ্চম দফায় তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। আগামী ১৪ অক্টোবর পঞ্চম দফার মেয়াদ শেষ হবে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top