দেশে করোনা পরিস্থিতি

করোনায় একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৮২২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মে ২০২১, ০১:৫৭

করোনায় একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৮২২

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে ভাইরাসইটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ হাজার ৭৯৬ জন।

এদিকে মৃত্যুর সংখ্যা কমার পাশাপাশি গত একদিনে শনাক্তের সংখ্যাও কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২২ জন। আর উল্লেখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৬৯৮ জন।

বৃহস্পতিবার (০৬ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮২২টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮২২জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে শূন্য থেকে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্র্ধ্ব ২৪ জন রয়েছেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top