ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ হবে ১২ মে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ মে ২০২১, ০০:৪১

সংগৃহিত

বুধবার (১২ মে) সন্ধ‌্যায় জানা যাবে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ কবে দেখা যাবে ও পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। দেশের শীর্ষ আলেম ওলামাসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস‌্যরা উপস্থিত থাকবেন।

সোমবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top