চীন থেকে আরও ৬ লাখ টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২১, ১৯:৩২

চীন থেকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিতে যাচ্ছে চীন। প্রথম দফার ৫ লাখ ডোজ উপহারের টিকা পৌঁছানোর ৯ দিনের মাথায় এ তথ্য জানা গেল।

ঢাকার চীনা দূতাবাস সূত্র জানায়, শুক্রবার (২১ মে) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি’র টেলিফোনে আলাপ হয়। আলাপকালে ড. মোমেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। সেদিন ভোর সাড়ে ৫টার দিকে ওই টিকা বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। পরে বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে টিকা বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top