দেশে করোনা পরিস্থিতি
করোনায় একদিনে আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৪৪১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মে ২০২১, ০০:৪৯
গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে তার আগের দিনের তুলনায়। এসময় মারা গেছেন ২৫ জন। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৪১ জনের দেহে।আর সুস্থ হয়েছেন ৮৩৪ জন।
সোমবার (২৪ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হন ১ হাজার ৪৪১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত হলেন ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন।
এদিকে নতুন ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে।
নতুন সুস্থ হওয়াদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৪ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৩৭৬ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৯৬৯ জন এবং নারী ৩ হাজার ৪৩২ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা একদিন ২৫ মৃত্যু শনাক্ত ১৪৪১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।