দেশে করোনা পরিস্থিতি

ফাইজারের টিকা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুন ২০২১, ০৮:১৭

ফাইজারের টিকা ঢাকায়

ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসে পৌঁছেছে। দীর্ঘ প্রতিক্ষার পর সোমবার (৩১ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবশেষে এ টিকার চালান পৌঁছায়।

গত রোববার (৩০ মে) ফাইজারের টিকার চালান আসা নিয়ে চলে দিনভর নাটকীয়তা। দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেদিন নয়, সোমবার (৩১ মে) রাতে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬শ’ ডোজ টিকা ঢাকায় আসবে।

বিশ্বের সব দেশের জন্য কোভিড টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আসা এটিই হবে প্রথম চালান। এ টিকা মূলত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। তাই এ টিকা সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ।

অবশ্য স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছুটা জটিলতা থাকলেও এ বিষয়ে প্রয়োজনীয় সক্ষমতা বাংলাদেশের আছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা ঢাকায় আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে ইপিআইয়ের তত্ত্বাবধায়নে নিয়ে যাওয়া হবে মহাখালী সংরক্ষণাগারে। সেখানে আল্টা-লো ফ্রিজারে রাখা হবে মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রিতে। এরপর টিকা কেন্দ্রে নেওয়ার পর ডাইলুয়েন্ট মিশিয়ে ৬ ঘণ্টার মধ্যে প্রয়োগ করতে হবে তা মানবদেহে।

আপাতত রাজধানীতেই ফাইজারের টিকা প্রয়োগের কথা ভাবা হলেও কেন্দ্র নির্বাচন এখনো হয়নি। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে এবার ৫০ হাজার মানুষকে দেওয়া হবে এ টিকা।

সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতিতে আগের ভ্যাকসিনগুলোর তুলনায় কিছু ভিন্নতা থাকায় ফাইজারের টিকার অপচয় রোধ করার দিকে নজর রাখা অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top