বাজেট ২০২১
ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ৭৬৪৫২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জুন ২০২১, ০১:০৯
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা জিডিপির ২ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে সরকার ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। তবে সংশোধন করার পরে ব্যাংক ঋণ কমে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাজেট ২০২১-২০২২ বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।