আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১৮:৫৪

শুক্রবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হবে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথচলি।’
মহামারির করোনার পরিস্থিতি বিবেচনায় এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে র্যালি, আলোচনাসভা এবং দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা, অনুদান ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হবে।
১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে এটি জাতীয় দিবস। দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্ধত্ব এবং স্বাধীনতার হাতিয়ারের প্রতীক, সাদা বেতের লোকদের কৃতিত্ব উদযাপনের জন্য তারিখটি আলাদা করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।