শ্বশুরবাড়ি থেকে এবার মোটরসাইকেল পাচ্ছেন সেই ফারহানা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২০, ১৭:০০
জেলা প্রতিবেদক। নিউজফ্ল্যাশ ৭১.কম
গায়ে হলুদের দিনটাকে বিশেষভাবে স্মরণীয় রাখতে যশোরের মেয়ে ফারহানা আফরোজ ১৩ আগস্ট শহরব্যাপী ভাই-বোন, বন্ধুদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। ২০টির বেশি মোটরবাইক নিয়ে শহরব্যাপী তার মোটরসাইকেল শোভাযাত্রার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রশংসার পাশাপাশি অনেকে বিরূপ মন্তব্যও করেছেন এ নিয়ে।
ফারহানা বলেন, ‘গায়ে হলুদের ছবি ভাইরাল হওয়া এবং নেটিজেনদের বিরূপ মন্তব্য আমার জীবনে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বোঝাপড়াটা ভালো। তারা আমাকে একটি মোটরসাইকেল উপহার দেবেন। ফলে আগামীতেও আমি বাইক রাইডিং অব্যাহত রাখবো।’
গত ১৪ আগস্ট পাবনার কাশিনাথপুরের বাসিন্দা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফির সঙ্গে বিয়ে হয় যশোর শহরের সার্কিট হাউজ এলাকার ফারহানা আফরোজের । আগের দিন ফারহানার গায়ে হলুদ অনুষ্ঠানকে ঘিয়ে মোটর শোভাযাত্রার ছবি ও ভিডিও তার বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বিষয়টি আলোচনায় সবার নজর কাড়ে।
ফারহানা বলেন, ‘সবাই নেচে-গেয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করেছি। আমি যেহেতু বাইক চালাতে পারি, তাই বাইক চালিয়ে অনুষ্ঠান করেছি। ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমনটি করা। এটি আমার নিজস্ব উদ্যোগে করেছি।’
যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন ফারহানা। এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে এইচআর-এ এমবিএ করছেন তিনি।
ফারহানা জানান, ‘২০০৭ সাল থেকে বাইক চালাই। মূলত বাড়িতে সাইকেল ও প্রাইভেটকার চালানো শেখা হয় ছোটবেলাতেই। বাবার মোটরসাইকেলটিও চালানোর একটা ঝোঁক ছিল। তাই বাবার অজান্তেই কোনও প্রশিক্ষক ছাড়াই মোটরসাইকেল চালানো শিখি। ২০১৩ সালে ঢাকায় যাওয়ার পর বন্ধুদের সঙ্গে বাইক চালিয়ে বিষয়টি ভালোভাবে রপ্ত করি। এরপর নিজে স্কুটি কিনি।’
ছবি ফেসবুকে আসার পর শ্বশুরবাড়ির লোকজন তা স্বাভাবিকভাবেই নিয়েছেন বলে জানান ফারহানা। তারা আমার বাইক চালানোর বিষয়টি আগে থেকেই জানতেন। ফলে, তারা ছবি ও ভিডিও দেখে বেশ আনন্দ করেছেন। তবে অনেকেই বিষয়টিকে ভালোভাবে নিতে পারছেন না বলে জানান ফারহানা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।