মারা গেছেন ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৪৪

আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সফিকুল হক এর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশের মানবিক ও সামাজিক উন্নয়নে আশার সফিকুল হক চৌধুরীর অনেক বেশি অবদান আছে। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। অত্যন্ত মানবিক ব্যক্তি ছিলেন। আমরা চরমভাবে ব্যথিত হয়েছি। তার মতো ভালো মানুষ খুব বেশি আসে না পৃথিবীতে।

প্রসঙ্গত, সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সফিকুল হক।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top