সৌদি প্রবাসীদের প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

সৌদি প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে ফেরার টিকেট না পেয়ে বিক্ষুব্ধ প্রবাসীরা এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন। বুধবার(২৩ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে সড়ক অবরোধ করার পর তারা ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন।

টিকেট না পেয়ে গত কয়েক দিন ধরে সৌদি প্রবাসীরা মতিঝিলে বিমান অফিসের সামনে এবং কারওয়ান বাজারে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করে আসছেন।

এর ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে কয়েকশ প্রবাসী কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে সড়কে অবস্থান নেয়। এসময় ওই সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এরপর বেলা ১১টার দিকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। এসময় বেলা ১২টার দিকে আরেকটি দল মতিঝিল থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

প্রবাসীরা বলছেন, সেপ্টেম্বরের মধ্যে সৌদি যেতে না পারলে অনেকেই চাকরি হারাবেন। সে কারণে তাদের দ্রুত ফেরার ব্যবস্থা করা জরুরি। ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করার পাশাপাশি সেখানে যাওয়ার টিকেটও লাগবে তাদের।

কিন্তু করোনা মহামারীর মধ্যে সৌদির অনুমতি না পাওয়ায় দেশটিতে পুনরায় ফ্লাইট চালু করতে পারছেনা বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সও টিকেট দিতে পারছে না।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top