মেডিকেল কোরে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ২১:২৩
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নারীর ক্ষমতায়নে আরও একধাপ এগিয়ে গেল। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিকেল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। সেনাবাহিনীতে তিনিই প্রথম নারী কর্মকর্তা হিসেবে ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়কের দায়িত্ব পান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম জাতিসংঘের ইতিহাসে সর্ব প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুইবার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দুইবার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন।
ব্রিগেডিয়ার নাজমা বেগম ২০১৬ এবং ২০১৯ সালের জন্য ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন।
বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।