কারাগারে বসে অনার্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সাবিনা আক্তার তুহিন, বই সরবরাহের নির্দেশ আদালতের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ২২:২৪
দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। আসন্ন তৃতীয় সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি কারাগারে বই পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ আবেদন করেন। শুনানিতে তিনি জানান, সাবিনা আক্তার তুহিন তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশ নেবেন। তাই কারাগারে বসে পড়াশোনা করার সুবিধার্থে প্রয়োজনীয় বই সরবরাহের অনুমতি চাওয়া হয়েছে। আদালত আবেদনটি মঞ্জুর করে বই পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, “তিনি একজন আইনের শিক্ষার্থী। এর আগেও বই সরবরাহের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। আজ আদালত অনুমতি দিয়েছেন।”
গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার আইনজীবীর দাবি, এখন পর্যন্ত হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০১৪ সালের মার্চে সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সাবিনা আক্তার তুহিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও পাননি। শেষ পর্যন্ত তিনি ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছিলেন।
২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। দীর্ঘ গোপন অবস্থানের পর চলতি বছরের ২৩ জুন গ্রেপ্তার হন সাবিনা আক্তার তুহিন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।