সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

জামায়াত আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড়: এনসিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আধিপত্যবাদী রাজনীতির ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি মনে করে, জামায়াত ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে, যা দেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য অশুভ সংকেত।

সোমবার (৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি তাদের সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে দেওয়া জামায়াতের বক্তব্যকে ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এনসিপি বলেছে, ৬ ডিসেম্বর তাদের সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংসতার যে প্রমাণনির্ভর মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত। তারা মনে করিয়ে দেয়, ২৭ নভেম্বর ঈশ্বরদী থানায় সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতের কর্মী, তা অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতারের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

এনসিপি পরিষ্কারভাবে জানাচ্ছে, সহিংসতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি। তারা জামায়াতকে শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top