শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে

এনসিপির আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী ব্যয়ে সমর্থনের আহ্বান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৭:০৯

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। তিনি ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করেছেন।

হান্নান মাসউদ লেখেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাসী যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। তিনি বলেন, “উন্নয়ন মানে শুধু রাস্তা, ভবন বা অবকাঠামো নয়, উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায়বিচার থাকবে, বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি জনগণের কাছে জবাবদিহি করবে।”

তিনি আরও উল্লেখ করেন, তার রাজনীতি কোনো ব্যক্তি, ব্যবসায়ী বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না, কারণ এতে নির্ধারণের স্বাধীনতা সীমিত হতে পারে। তাই তিনি সাধারণ মানুষের স্বচ্ছ অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রচারণার খরচ চালাতে চান।

হান্নান মাসউদ ফেসবুক পোস্টে বলেন, “আপনাদের ছোট ছোট অবদান শুধুই নির্বাচনী ব্যয় নয়, এটি একটি নৈতিক বার্তা যে হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেই গড়ে তুলতে চায়। আমি কাজের মাধ্যমে আস্থা ও বিশ্বাসের জবাব দেব, কথার ফুলঝুরি দিয়ে নয়।”

তিনি গণমাধ্যমে বলেন, “নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব ও ব্যয়ের তথ্য নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।”

প্রসঙ্গত, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে আছেন: জামায়াতে ইসলামী: অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): আব্দুল হান্নান মাসউদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র: মোহাম্মদ ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব এছাড়াও জাতীয় পার্টি, জেএসডি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থীরা অংশ নিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top