বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে শুরু প্রচার, সিলেট থেকে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ০৯:১৬

মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই মাঠে নেমেছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। উৎসবমুখর পরিবেশে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি।

সিলেটে শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুরে পৌঁছে উপস্থিত লোকজনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।

এ সময় তারেক রহমান বলেন, ‘হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম দলের পক্ষে এখান থেকেই শুরু করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাই—আল্লাহ যেন আমাদের ওপর রহমত কায়েম করেন।’

তিনি বলেন, দেশের মানুষের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে জনগণের ভোট প্রয়োজন। নারী উন্নয়ন, কৃষি খাত ও আর্থ-সামাজিক উন্নয়নে বিএনপি কাজ করতে চায় উল্লেখ করে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরাও প্রচারণা শুরু করেছেন। মিছিল, স্লোগান ও গণসংযোগে সারাদেশে তৈরি হয়েছে ভিন্নরকম নির্বাচনী আবহ।

এর আগে বুধবার ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পাওয়ার পরপরই অনেক এলাকায় আনন্দমিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে নির্বাচনী মাঠ। কাঙ্ক্ষিত প্রতীক হাতে পেয়ে অনেক প্রার্থী সরাসরি নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ শুরু করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, সারাদেশে মোট ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে পাঠাবেন। ফরম-৫ অনুযায়ী তালিকা পাওয়ার পর ব্যালট পেপার ছাপানো হবে।’
বৃহস্পতিবার থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি।

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না এবং ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (পাবনা-১ ও পাবনা-২ বাদে) ২৯৮টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১ হাজার ৯৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩০০ আসনে মোট ২ হাজার ৫৮০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ১ হাজার ৮৫৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫টি বাতিল হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে ৪৩৭ জন প্রার্থিতা ফিরে পান। পরে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে সারাদেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

তফসিল অনুযায়ী, আজ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top